২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫৬

বোরখা পরে অস্ট্রেলিয়ার সিনেটে প্রবেশ করে সদস্য

আন্তর্জাতিক ডেস্ক:

বোরখা নিষিদ্ধের পক্ষে অস্ট্রেলিয়ার অতি ডানপন্থী দল ওয়ান নেশন পার্টির এক নারী নেত্রী আপাদমস্তক ঢাকা বোরখা পরে দেশটির সিনেটে প্রবেশ করেন। পলাইন হ্যানসন নামে ওই অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ বোরখা পরে তার নির্ধারিত আসনে বসেন। বিবিসির খবরে জানা যায়, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বোরখা নিষিদ্ধ হবে কি হবে না সে বিষয়ে আইন পাশ হওয়ার কথা। এদিকে পলাইন হ্যানসনের এই ‘স্টান্টবাজির’ তীব্র সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল জর্জ ব্রান্ডিস। তিনি আশঙ্কা করেন, এটা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে উসকানি দিতে পারে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান পলাইনকে। সিনেটে ব্রান্ডিস যখন এ কথা বলেন তখন তাকে দাঁড়িয়ে করতালি দিয়ে স্বাগত জানান বিরোধী দলীয় সিনেট সদস্যরা। এবং স্পষ্ট করে দেশটির অ্যাটর্নি জেনারেল সিনেটে বলেন, ‘না, সিনেটর হ্যানসন, আমরা বোরখা নিষিদ্ধ করছি না।’ তার বক্তৃতায় হ্যানসন বলেন, ‘পুরো মুখ ডেকে জনসমক্ষে চলাফেরা বন্ধ করা আধুনিক অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’বোরখা নিষিদ্ধে তার প্রস্তাবটা নিয়ে বৃহস্পতিবার সিনেটে আলোচনা চলবে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ১:১৮ অপরাহ্ণ