১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

গাজায় হামাস নিরাপত্তা রক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ভোরে এক আত্মঘাতী বোমা হামলায় হামাসের এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। কর্মকর্তারা একথা জানান।

হামাস শাসিত ভূ-খণ্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘আজ ভোরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে (মিশরের সাথে লাগোয়া সীমান্ত) এগিয়ে আসা দুই ব্যক্তিকে থামার নির্দেশ দিলে তাদের একজন শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। ’

পরে হাসপাতাল সূত্র জানায়, সেখানে ওই বিস্ফোরণে হামাসের নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

দৈনিক দেশজনতা ডেস্ক:

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ১২:৪৫ অপরাহ্ণ