আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভূমিধস ও বন্যায় প্রায় ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। ৬০০ এখনো নিখোঁজ।
কাদামাটির স্রোতে ভেসে গেছে পুরো রাজধানী। দেশটির প্রেসিডেন্ট আর্নেস্ট বাই করোমা দেশটির এমন দুর্যোগে সাত দিনের শোক ঘোষণা করেছেন।
বুধবার জানা যায়, নিহতদের গণকবর দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বজনরা যাতে মরদেহ চিহ্নিত করতে পারে সেজন্য সময় নেয়া হচ্ছে। তবে এরইমধ্যে মরদেহ সমাহিত করার কাজ শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ।