নিজস্ব প্রতিবেদক:
মুসলমানদের তৃতীয় কেবলা মাসজিদুল আকাসায় নামাজ পড়তে বাধা প্রদান ও মুসলমানদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা।বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে দয়াগঞ্জে এ মিছিল অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাফিউল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যায় সভাপতি শাহিন হাসান প্রধান, জামায়াত নেতা আবুল ফাতেহ, সাইফুল্লাহ, আহসান উল্লাহ, সাদেক বিল্লাহ, মনির হোসাইন এবং শিবির নেতা মজিবুর রহমান মন্জু, শরিয়ত উল্লাহ, ইমাম হোসাইন, শেখ ফরিদ রাহাত প্রমুখ।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল মসজিদুল আকসা বন্ধ করার মাধ্যমে মুসলিম উম্মাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যা বিশ্বের শান্তিকামী মানুষ কোনো ভাবেই মেনে নেবে না। অবিলম্বে মসজিদুল আকসা খুলে দিতে হবে এবং নিরিহ মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে।
তারা আরো বলেন, মুসজিদুল আকসা মুসলিম উম্মাহর হৃদয়ের পবিত্রতম স্থান। আল আকসার পবিত্রতা পৃথিবীর সব মুসলিমের জন্যই গুরুত্বপূর্ণ। তাই শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান তারা।
অপরদিকে, সকাল ৯ টায় রাজধানীর মালিবাগ এলাকায়ও আরেকটি মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এসময় জামায়াত নেতা কামাল হোসাইন, আমিনুর রহমান ও আব্দুস সালামসহ জামায়াত-শিবিরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা /এন আর