১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

তামিমের পেটের সেলাই খোলা হলো

স্পোর্টস ডেস্ক:

তামিম ইকবালের পেটে চারটি সেলাই লেগেছিল। বুধবার সেই সেলাই খোলা হলো। তামিম চট্টগ্রামে গত সপ্তাহে প্রস্তুতি ম্যাচ খেলার পর এক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। পেটে কাঁচ ঢুকে অনেকটা কেটে গিয়েছিল। চারটি সেলাই দিতে হয়েছিল। বাংলাদেশের ড্যাশিং ওপেনার এই কয়দিন বিশ্রামেই ছিলেন। এখন আবার কাজে ফেরার সময়। কাজে মানে জাতীয় দলের ক্যাম্পে তামিম এদিনই ফিরেছেন। অনেকটা স্বাভাবিক অনুশীলনই করেছেন। অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট সিরিজ এগিয়ে আসছে। টাইগার দল গত এক মাসের বেশি সময় ধরে এই সিরিজের জন্য ক্যাম্পে ব্যস্ত। তামিম যে ক্যাম্পের  খুবই গুরুত্বপূর্ণ একজন। টেস্ট দলের সহ-অধিনায়ক। তিনি বাংলাদেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যানও। ২৭ আগস্ট ঢাকায় দুই টেস্টের প্রথমটি শুরু।

তামিমের এই ইনজুরিটা আরো ভয়াবহ কিছু হতে পারতো। ঘটনাটা ঘটেছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে। ২৯ রান করে আউট হওয়ার পর বাঁহাতি ব্যাটসম্যান বেজায় ক্ষেপে গিয়েছিলেন। ড্রেসিং রুমের সামনে এসে রাগে ব্যাট দিয়ে আঘাত করেছিলেন কাঁচের দরজায়। সেই আঘাতে বোঝা যায়নি কাঁচ কতোটা ভেঙেছে। তামিম দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতে যেতেই বিপত্তি। ভারসাম্য হারিয়ে কাঁচের ওপরই পড়েন। দরজার কাঁচও ভেঙে পড়ে। মাথায় হেলমেট, পায়ে প্যাড থাকায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। তামিম নিজেই বলেছিলেন। তবে পেটে কাঁচে কাটে বেশ রক্ত ঝরেছিল। সেখানে চারটি সেলাই দিতে হয়েছিল।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৫:১২ অপরাহ্ণ