১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরের জমজম ইসলামী হাসপাতালের মালিকসহ তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ভুক্তভোগী কাকলী আক্তার সাথী বাদী হয়ে ভুল চিকিৎসা করে অর্থ আত্মসাতের অভিযোগে মূখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন— রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাপারোসকপি ও জেনারেল সার্জন ডা. এ কে এম গোলাম কিবরিয়া ডন, ডা. জয়নাল আবেদিন, ডা. আব্দুল লতিফ ও পরিচালক মাইনুল ইসলাম। বাদী জেলার পবার টেংরামারি এলাকার মিলনের স্ত্রী কাকলী আক্তার সাথী অভিযোগে উল্লেখ করেন, গত ১৭ মে পেটের ব্যথায় জমজম হাসপাতালে ভর্তি হলে জানতে পারেন তার অগ্নাশয়ে টিউমার জাতীয় পুরু একটি খণ্ড রয়েছে। এরপর কৌশলে আসামিরা অপারেশনের নামে ১ লাখ টাকা দাবি করেন। কিন্ত পরে ৭০ হাজার টাকায় অপারেশন করেন। ২৬ মে সব টাকা দেয়া হলে তাকে ছাড়পত্র দেয়া হয়। ঘটনার ২ মাস পর ১৭ জুলাই বাদী পুনরায় অসুস্থ হয়ে পড়লে ল্ট্রাসোনিক রিপোর্ট নিয়ে রামেক হাসপাতালের সহকারী অধ্যপাক এস.এম আহসান শহিদ ও ডা. শরীফা বেগমের কাছে দেখান। পরে বাদী কাকলী আক্তার সাথী জানতে পারেন যে তার পূর্বের মোটা টিউমারটি এখনো সেই অবস্থাতেই আছে। চলতি মাসের ৯ তারিখে মামলার সাক্ষী ডাক্তারসহ অভিযুক্ত ডাক্তারদের বিষয়টি জানালে তাদের কিছুই করার নেই বলে ধমক দিয়ে হাসপাতাল থেকে বের করে দেন। এ অবস্থায় বাদীকে হত্যার উদ্দেশে অস্ত্র চালিয়ে গুরুতর কাটা জখম করে এবং অর্থনৈতিক ক্ষতি করায় তাদের বিরুদ্ধে মামলা করেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৪:৫২ অপরাহ্ণ