১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৭

মেয়র আনিসুলের অবস্থা ‘ক্রিটিক্যাল’

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার নাদীম কাদির জানান তার অবস্থা ‘ক্রিটিক্যাল (সংকটাপন্ন)’। মেয়রের পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসার প্রয়োজনে তাকে ওষুধ দিয়ে চেতনাহীন করে রাখা হয়েছে। তারা জানান, আনিসুল হকের অসুখটি গুরুতর এবং কম মানুষের হয়। এর নাম ‘সেরিবেল ভ্যাসকিউলিটিস’। তবে তার চিকিৎসা পৃথিবীর একটি সেরা হাসপাতালে করা হচ্ছে এবং আল্লাহ রহমত করলে প্রায় ৮৫% রোগী চিকিৎসায় সাড়া দেন। আনিসুল হকের পরিবার, বন্ধু, স্বজন ও মোহাম্মাদী গ্রুপের সব সদস্য প্রতিষ্ঠানের কর্মীরা দেশবাসীর কাছে তার জন্য আন্তরিকভাবে দোয়া চেয়েছেন। এছাড়া  তার পরিবার জানিয়েছে মেয়রের অসুস্থতা নিয়ে যাতে কোনো বিভ্রান্তিমূলক খবর প্রকাশ না হয় এজন্য গণমাধ্যমের প্রতি আহ্বান।

এদিকে মেয়র আনিসুল হকের সর্বশেষ অবস্থা ‘ক্রিটিক্যাল’ উল্লেখ করে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার নাদীম কাদির বলেছেন, ‘বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় চিকিৎসকরা আরো বিস্তারিত জানাবেন। তার আগে কিছু বলা যাচ্ছে না।’ তিনি বলেন, ‘এখানে (লন্ডেনে) আনিসুল হকের তেমন আত্মীয়-স্বজন নেই। তার স্ত্রী রুবানা হক কেবল কান্নাকাটি করছেন। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে যাবেন।’ গত ২৯ জুলাই আনিসুল হক লন্ডন যান। সেখানেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে ১৩ আগস্ট তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।  তিনি চারদিন ধরে আইসিইউতে আছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

 

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৪:৪১ অপরাহ্ণ