১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর কর্তৃপক্ষের হামলা

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচির উপর পোশাক কারখানা কর্তৃপক্ষের লোকজন হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার বাড়ইপাড়া এলাকায় হ্যাসং বিডি লিমিটেড তৈরি পোশাক কারখানার সামনে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে শিল্পপুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এসআই), শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

জানা গেছে, হ্যাসং বিডি লিমিটেড নামের ওই তৈরি পোশাক কারখানার কর্তৃপক্ষ কোনো পাওনা পরিশোধ ছাড়াই এপ্রিল মাসে ২১৮ জন শ্রমিককে ছাঁটাই করে। পরে ছাঁটাইকৃত শ্রমিকরা আন্দোলন করলে কর্তৃপক্ষ কল-কারখানা অধিদপ্তর, কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ’সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে ৬ বার শ্রমিক বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে।

সর্বশেষ বুধবার সকাল থেকে ছাঁটাইকৃত শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী বকেয়া পরিশোধের দাবিতে কারখানার সামনে ঝাড়ু মিছিলসহ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। দুপুরের দিকে কারখানা কর্তৃপক্ষের লোকজন কর্মসূচির উপর অতর্কিত হামলা চালায়। হামলায় পুলিশসহ ১০ জন আহত হন।

শিল্প-পুলিশ গাজীপুর-২ এর সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন জানান, শান্তিপূর্ণ কর্মসূচির উপর কারখানার কর্মকর্তারা হামলা চালায়। এতে শিল্প-পুলিশের এএসআইসহ ১০ জন আহত হয়। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৪:১৩ অপরাহ্ণ