১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

বাল্য বিয়ে করতে গিয়ে বর আটক

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বাল্য বিয়ে করতে গিয়ে জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী (২৬) নামে যুবক আটক হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দার এ দণ্ডাদেশ দেন। জাহাঙ্গীর বালিয়াকান্দি উপজেলার দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের আব্দুল লতিফ পাটোয়ারীর ছেলে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম জানান, মেয়েটি ২০১৭ সালে এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়। তার বাড়ি বালিয়াকান্দি উপজেলার পূর্ব মৌকুড়ি গ্রামে। বয়স কম থাকায় পরিবারের লোকজন উপজেলার ইলিশকোল গ্রামে তার ফুফা আলম মল্লিকের বাড়িতে জাহাঙ্গীরের সঙ্গে বিয়ের আয়োজন করে। তিনি জানান, মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে বিয়ের প্রস্তুতিকালে জাহাঙ্গীরকে আটক করা হয়। বুধবার সকাল ১০ টায় ভ্রাম্যমান আদালত গঠন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দায় আটক জাহাঙ্গীরকে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

 

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৪:০১ অপরাহ্ণ