আর্ন্তজাতিক ডেস্ক:
চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্পে অন্তত ৮ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫:৫৮ মিনিটে চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর স্বায়ত্তশাসিত এলাকার তাক্সকোরগানে ভূমিকম্পটি আঘাত হানে বলে সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মোট ১২ হাজার মানুষ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯,২০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছে। ভূমিকম্পে আহতদের নেওয়া হয়েছে নিকটস্থ হাসপাতালে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১০০০ সেনা ও পুলিশ এবং ১৫০০ বেসামরিক মানুষ উদ্ধারকাজে রয়েছে। প্রয়োজনীয় ত্রাণ ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, মূল আঘাতের পর ছোট ছোট মৃদু আঘাত অনুভূত হয়েছে। এলাকার প্রতিটি বাড়িঘরে ফাটল দেখা গেছে। ঘর ভেঙ্গে অনেকে চাপা পড়ে আছে ধ্বংসস্তুপের ভেতরে।
ভূমিকম্পে কেন্দ্রস্থল এই এলাকা থেকে ২০ থেকে ৫০ কিলোমিটার দূরে এবং ৮ কিলোমিটার গভীরে। এটি পামির মালভূমির দক্ষিণ পূর্ব অংশে। মোট ৮২টি আফটার শক অনুভূত হয়।