নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর ছাত্রলীগের দফতর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন ও তার সহযোগীদের হামলায় আহত পুলিশ সদস্য শফি আহমদ মামলা করেছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় সুমনসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামি করে এ মামলা করা হয়।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন। তিনি জানান, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আহত পুলিশ সদস্য শফি আহমদ বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি রিকাবীবাজারের নূরী রেস্টুরেন্টে নাস্তা করতে যান। নাস্তা শেষে বিল দেওয়ার সময় কাউন্টারের সামনে ম্যানেজারের সঙ্গে ছাত্রলীগের দফতর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন ও তার সহযোগীদের কথা কাটাকাটির ঘটনা দেখতে পান।
ছাত্রলীগ নেতাকর্মীরা এ সময় ম্যানেজারকে বলে শোকদিবসের কর্মসূচি পালন করে নাস্তা করতে এসেছে তাই তারা বিল দেবে না। এ নিয়ে ম্যানেজারের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। শফি আহমদ ঝগড়া না করে ম্যানেজারকে তার বিল রাখার জন্য বললে আচমকা ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি চড় থাপ্পর মারতে থাকেন। নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলেও তিনি রেহাই পাননি। মারধরের দৃশ্য রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে জানান শফি।
দৈনিক দেশজনতা /এমএইচ