১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫

সিরাজগঞ্জে বাসচাপায় এনজিওকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বহ্মকপালিয়াতে বাসের ধাক্কায় জাহিদুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বড়হর ইউনিয়নের বহ্মকপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উল্লাপাড়া শাখায় কর্মরত ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, উল্লাপাড়া থেকে মোটরসাইকেলযোগে জাহিদুল ইসলাম তার কর্মস্থল হাটিকুমরুলে যাচ্ছিলেন। বড়হর ইউনিয়নের বহ্মকপালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী সরকার এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জাহিদুল ইসলাম মারা যান।

সড়কের খানাখন্দের জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ওসি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ১২:৫৩ অপরাহ্ণ