১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৪

কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রৌমারীতে বন্যার পানিতে ডুবে মঙ্গলবার দুপুরে হোসেন আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে কলা গাছের ভেলা চড়ে বাড়ি থেকে রাস্তার উঁচুস্থানে যাওয়ার পথে ভেলা উল্টে হোসেন আলী পানিতে ডুবে গিয়ে মারা যান। তিনি চরশৌলমারী ইউনিয়নের শান্তিরচর গ্রামে মোকলের ছেলে।
চরশৌলমারী ইউপি চেয়ারম্যান একেএম ফজলুল হক মণ্ডল জানান, বাড়ির চারদিকে বন্যার পানি থাকায় শুকনা স্থানে যাওয়ার জন্য কলাগাছের ভেলায় চড়লে ভেলা উল্টে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৭ ৮:০৭ অপরাহ্ণ