১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২১

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

জয়পুরহাটের কালাই ও পাঁচবিবিতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহ নির্মান শ্রমিক এবং এক ব্যাবসায়ী নিহত হয়েছে। কালাইয়ে নিহত গৃহ নির্মান শ্রমিকের নাম জাকির হোসেন।  অন্যদিকে পাঁচবিবিতে নিহত ব্যাবসায়ীর নাম সৌরভ হোসেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) নুরুজ্জামান চৌধুরী জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কালাই শহরের আকন্দপাড়া এলাকার একটি বাড়ীতে গৃহনির্মান এর কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশলাফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে পাঁচবিবি পৌর শহরে সৌরভ তার দোকানে বাঁশ দিয়ে জাতীয় শোক দিবসের পতাকা টাঙ্গানোর সময় অসাবধানতা বশতঃ হাতে থাকা বাঁশ বিদ্যুতের তারে জড়িয়ে সে বিদ্যুতায়িত হয়। এলকাবাসী সৌরভকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৭ ৭:১৬ অপরাহ্ণ