টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার কালিহাতিতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন মঙ্গলবার দুপুরে বলেন, দুপুরের দিকে বাবা এবং ছেলে বিদ্যুতায়িত হন। পরে তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

