২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১০

বন্যার্তদের কথা চিন্তা করে জন্মদিনের কেক কাটিনি: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বন্যা দুর্গত এলাকার মানুষের কথা বিবেচনা করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটা হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বঙ্গবন্ধুকে হত্যার দিন জাতীয় শোক দিবসে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। দিনটি জাতীয় শোক দিবস। ১৯৯৬ সালের পর থেকে প্রতিবছর ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। ১৫ আগস্টের প্রথম ক্ষণে নেতা-কর্মীদের নিয়ে কেকও কাটতেন খালেদা জিয়া। তবে গত বছর এবং চলতি বছর অনুষ্ঠান করেননি খালেদা জিয়া। তাঁর এই জন্মদিন পালন করা নিয়ে রাজনৈতিক অঙ্গণে বিতর্ক আছে।

রিজভী বলেন, ‘চেয়ারপারসন (খালেদা জিয়া) চিকিৎসার জন্য বিদেশে আছেন। তাছাড়া দেশের এই ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের কথা বিবেচনায় আমরা এবার জন্মদিনের কেককাটা অনুষ্ঠান করছি না। বরং দেশব্যাপী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করছি এবং বন্যাদুর্গতদের পাশে ত্রাণ সামগ্রী বিতরণ করছি।’

সংবাদ সম্মেলনে রিজভী উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সরকারের পর্যাপ্ত ত্রাণ তৎপরতা না থাকার অভিযোগ করেন। একইসঙ্গে সরকার পানিবন্দি মানুষের থেকে নজর সরাতে সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে অশ্র্যাব্য কথাবার্তা বলছে।

রিজভী বলেন, ‘বন্যায় ভাসছে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল। ভারত থেকে নেমে আসা উজানের পানিতে ডুবে যাচ্ছে একের পর এক এলাকা। যমুনার পানি বৃদ্ধি সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। ২৭টি নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি জেলায় বাঁধ ভেঙে যাওয়ায় হু-হু করে পানি ঢুকছে লোকালয়ে।’

‘বন্যায় তিন দিনে নারী শিশুসহ ৫৮ জনের প্রাণহানি ঘটল। বানের পানিতে হাজার হাজার নারী শিশু ও সাধারণ মানুষ ডুবে যাচ্ছে, লাখ লাখ মানুষ গৃহহারা, আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেই, খাবার নেই, আবার কোথাও কোথাও আশ্রয়ও ডুবে যাচ্ছে, অনেক মানুষের প্রাণহানি হচ্ছে অথচ আওয়ামী লীগের নেতারা বন্যাদূর্গতদের পাশে না দাঁড়িয়ে গণভবন-বঙ্গভবনে দৌড়ঝাঁপ করছেন।’

রিজভী দাবি করেন, ‘দায়সারা একটি প্রেস রিলিজ দিয়ে ওবায়দুল কাদের সাহেবরা নিজেদের দায়িত্ব শেষ করছেন। গতকাল ত্রাণমন্ত্রী বলেছেন, দেশে খাদ্যের কোন অভাব নেই। অথচ সরকারের খাদ্যের গোডাউন শূন্য। বানভাসীরা না পাচ্ছে আশ্রয়, না পাচ্ছে ত্রাণ। চারিদিকে খাদ্য ও আশ্রয়ের অভাবে বানভাসীরা হাহাকার করছে। দেশের অধিকাংশ জেলা বন্যায় ডুবছে আর আওয়ামী নেতারা সুপ্রীম কোর্টের রায় নিয়ে অশ্রাব্য ধারাবর্ষণ করছেন। পানিবন্দী লাখ লাখ অসহায় মানুষের সঙ্গে যেন আওয়ামী লীগ উপহাস করছে।’

বিএনপি নেতা বলেন, ‘মূলত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের দিক থেকে দেশবাসীর দৃষ্টি অন্যত্র সরিয়ে দেয়ার জন্যই তারা মূল সমস্যার বাইরে কথা বলছেন। বানবাসী মানুষের জন্য যেন সরকারের কিছুই করণীয় নেই। কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত নন। তাই জনগণের প্রতি তাদের দরদ থাকবে না এটাই স্বাভাবিক।’

দলের পক্ষ থেকে নেতা-কর্মীসহ দেশের সকল বিত্তবানদের বন্যাদূর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান রিজভী।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৭ ৩:০৭ অপরাহ্ণ