২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৬

ইবিতে ছাত্রলীগের দুই পক্ষে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। ১৫ আগস্টের প্রথম প্রহরে হলের সিট দখলকে কেন্দ্র করে শহীদ জিয়াউর রহমান হলে এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জিয়াউর রহমান হলে বেশ কিছু ফাঁকা সিট দাবি করে সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় গ্রুপের কর্মীরা। গতকাল রাত সাড়ে ১১টার দিকে ফাঁকা সিট দখল করতে সভাপতি শাহিনুর রহমান গ্রুপের তৌকির মাহফুজ মাসুদ, নিউটন, নওশাদ কবির ও মিল্টনসহ ১০/১৫ জন ছাত্রলীগ কর্মী লালন শাহ্ হল থেকে জিয়াউর রহমান হলে যায়। জিয়া হলে সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম গ্রুপের কর্মীরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সিট দিতে বাধা দেয়। এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী শাহাদাত হোসেন নিশান, আব্দুল হামিদ, তানজিল হোসেন মিজান, লিটন, তানজুরুল ও সাগরসহ ১৫/২০ জন সভাপতির কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন।

পরে সভাপতি গ্রুপের কর্মীরা হল ছেড়ে লালন শাহ্ হলে চলে যায়। ঘটনার পর থেকে এখন পর্যন্ত উভয় গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করেছে।

তবে হাতাহাতির অভিযোগ অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম। তিনি বলেন, ‘সভাপতির কর্মীরা সিট দখলে নিতে চাইলে আমার কর্মীরা নিষেধ করে। এরপরেই সভাপতির কর্মীরা চলে যায়। তাদের মাঝে হাতাহাতি হয়নি।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান বলেন, ‘আমার কোনো কর্মীরা সিট দখল করতে যায়নি। হালিমের কর্মীরা নিজেরাই হাতাহাতির নাটক করে আমার কর্মীদের নামে চালিয়ে দিয়েছে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৭ ৩:০২ অপরাহ্ণ