১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৩

৪০ হাজার রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে আশ্রয় নেওয়া প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠাচ্ছে দেশটি। এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থার তালিকাভুক্তরাও রয়েছেন। সরকার সব রোহিঙ্গাকে দেশ থেকে বিতাড়িত করতে চায় বলে এক সরকরি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু গত সপ্তাহে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা হচ্ছে- সকল অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা এবং তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া। এর মধ্যে আছে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমরাও রয়েছে।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচআর ভারতে অবস্থানরত সাড়ে ১৬ হাজার রোহিঙ্গাকে তালিকাভুক্ত করে তাদের পরিচয়পত্র দিয়েছে। এসব রোহিঙ্গাদের হয়রানি, যথেচ্ছা গ্রেপ্তার বিতাড়ন করা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে মোদি সরকারের প্রভাবশালী মন্ত্রী রিজিজু এক সাক্ষাৎকারে বলেছেন, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা তালিক করে পরিচয়পত্র দেওয়া অপ্রাসঙ্গিক।

তিনি বলেন, ‘জাতিসংঘ তাদের কাজ করেছে। আমরা তো আর তাদের কাজ ঠেকাতে পারব না। কিন্তু আমরা শরণার্থীবিষয়ক চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নই।’ ভারতের অবস্থান ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা এদেশে অবৈধ অভিবাসী। আমরা এটা নিয়েই ভাবছি এবং এখানে থাকার তাদের কোনো ভিত্তি নেই। যেকোনো অবৈধ অভিবাসীকে এখান থেকে বিতাড়ন করা হবে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৭ ১:৪৫ অপরাহ্ণ