২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

পেঁপে ক্ষেতে পানি, পুঁজি হারিয়ে বিপাকে কৃষক

নিজস্ব প্রতিবেদক:

কয়েকদিনের অব্যাহত টানা বৃষ্টিপাতের কারণে মাগুরার অন্যতম সবজি পেঁপে ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকার কারণে পেঁপে গাছের কাণ্ড পচে ইতোমধ্যেই বেশ কিছু জমির গাছ মরে গেছে বলে কৃষকদের দাবি। তবে স্থানীয় কৃষি বিভাগ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন। এ অবস্থায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

মাগুরার অর্থকরি সবজির মধ্যে অন্যতম পেঁপের উৎপাদন। অপেক্ষাকৃত উচু এলাকা এবং মাটির গুনগত মান পেঁপে চাষের উপযোগী হওয়ায় মাগুরার শ্রীপুর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয় বারইপাড়া গ্রামেই। কিন্তু অপেক্ষাকৃত উঁচু এই গ্রামটির সব পেঁপে ক্ষেতেই এবার পানি জমে গেছে।

অন্যান্য সবজি বা ফসলের চেয়ে কম অর্থ বিনিয়োগ করে পেঁ‍পের আবাদ করা যায়। যে কারণে এই চাষের প্রতি কৃষকদের অধিক আগ্রহ। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে শ্রীপুর ছাড়াও জেলার মাগুরা সদর, শালিখা এবং মহম্মদপুর অঞ্চলের পেঁপে ক্ষেতও নষ্ট হয়ে গেছে।

এদিকে ক্ষেতের ফসল বিনষ্টের কারণে কৃষকরা পথে বসে গেলেও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত জেলার ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করা হয়নি। তবে সেই চেষ্টা চলছে। একই সাথে বাগানগুলো রক্ষার জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ পার্থ প্রতিম সাহা।

মাগুরায় এ বছর সর্বমোট ৫১৯ হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৯৫ হেক্টর, শ্রীপুরে ১০০ হেক্টর, মহম্মদপুরে ১৫ হেক্টর এবং শালিখা উপজেলাতে ৯ হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৭ ১২:৫৪ অপরাহ্ণ