আন্তর্জাতিক ডেস্ক:
ক্যানাডার শহর টরন্টোতে ওয়ালমার্ট সুপারস্টোরের এক দোকানে গত সোমবার কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়ে এক তরুণ। দোকানের কর্মচারীরা পুলিশে খবর দেয়ার পর যে কনস্টেবল ঘটনাটি তদন্ত করতে আসেন ১৮-বছর বয়সী আসামীর সাথে কথা বলার তার খুব মায়া হয়।
তিনি ওই তরুণকে গ্রেফতার না করে নিজের পকেট থেকে তাকে পোশাক কিনে দেন। কনস্টেবল নিরান জয়ানেসান এখন জানাচ্ছেন তার কেনা পোশাক পরে ঐ তরুণ চাকরির ইন্টার্ভিউ দিয়েছেন এবং চাকরিটি পেয়ে গেছেন।
“সে আমাকে জানিয়েছে, আমার দেয়া শার্ট, টাই পরে সে ইন্টার্ভিউ দিয়েছে, এবং সোমবার থেকে চাকরিতে যোগ দিয়েছে,” উৎফুল্ল হয়ে বলছিলেন কনস্টেবল জয়ানেসান।
তিনি জানান, ওই বেকার তরুণ এক কঠিন সময়ে পার করছিল। বাড়িতে বাবা অসুস্থ। পরিবারের ছিল না কোন রোজগার। চাকরি করে সে তার অবস্থার পরিবর্তন ঘটাতে চাইছিল।
এ নিয়ে বিবিসির সাথে কথা বলার সময় টরন্টো পুলিশের একজন কর্মকর্তা পল বোয়া মি. জয়ানেসানের কাজের প্রশংসা করেন। “ছেলেটিকে গ্রেফতার করা হলে তাতে লাভ হতো না কারোই,” তিনি বলেন, “আমাদের দায়িত্ব হলো এমন কাজ করা যাতে লোকে আমাদের আদর্শ ভেবে অনুসরণ করে।”
দৈনিক দেশজনতা /এমএইচ