১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৪

নওগাঁয় সদর বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁ সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় সদর উপজেলা বিএনপির আয়োজনে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম শামীম গোলাপ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাষ্টার হাফিজুর রহমান, সহ-সভাপতি বদরুল আলম নয়ন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ রিপন ও শফিউল আজম রানা, পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ ফারুক, জেলা মৎস্যজীবি দলের সভাপতি আমিনুর রহমান বিন্টু, ভাইস চেয়ারম্যান শনবম মোস্তারি কলি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা, জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কোহিনুর ইসলাম মিলি, শওকত হায়াৎ খান টিপু, সদস্য রুহুল আমিন মুক্তার,নওশাদ খান এরশাদ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

 

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ৯:২৯ অপরাহ্ণ