১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৬

শাহজাদপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

এম,এ,জাফর লিটন,শাহজাদপুর (সিরাজগঞ্জ):
শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নে ব্যবসার ভাগ-বাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোতাহার হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোনিয়া নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নে শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোতাহার হোসেন ওই গ্রামের মোক্তার হোসেনের ছেলে। গ্রেফতারকৃত সোনিয়া একই গ্রামের শাহ আলমের ছোট বোন। শাহজাদপুর থানার এসআই ইয়ামিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, শিবরামপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মোন্নাফের সঙ্গে চা দোকানের ব্যবসার ভাগ-বাটোয়ারা নিয়ে একই গ্রামের শাহ আলমের দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে রোববার রাতে মোন্নাফের সঙ্গে শাহ আলম বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। এসময় শাহ আলমের ছুরিকাঘাতে মোন্নাফের ছোট ভাই মোতাহার হোসেন গুরুতর আহত হয়। প্রতিবেশিরা মোতাহারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোনিয়াকে গ্রেফতার করে। সে এ মামলার প্রধান আসামি শাহ আলমের ছোট বোন। শাহজাদপুর থানার ওসি গোলাম কিবরিয়া সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পিতা মোক্তার হোসেন বাদী হয়ে শাহ আলমসহ ৬ জনের নাম উল্লেখ করে আরো ৬/৭ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ৯:১৯ অপরাহ্ণ