নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুরে বন্যাদূর্গত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে জনস্বাস্থ্যের ত্রাণবাহী নৌকা তলিয়ে গেছে। এতে আরোহীরা প্রাণে বেঁচে গেলেও ত্রাণসামগ্রী বন্যার পানিতে ভেসে যায়। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নে বন্যাকবলিত এলাকায় জনস্বাস্থ্যের একটি ত্রাণবাহী নৌকা প্রবল ঘূর্ণিস্রোতের মুখে পড়ে এবং পানিতে তলিয়ে যায়। নৌকায় জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী রকিবুর রহমান, পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আলমসহ ১৫ জন ত্রাণকর্মী ছিলেন। নৌকাটি বন্যাকবলিত কিছু এলাকায় ত্রাণ বিতরণের পর পাথর্শী ইউনিয়ন থেকে বলিয়া দহের দিকে যাচ্ছিল।
ওই নৌকার আরোহী প্রকৌশলী রকিবুর রহমান পরির্তন ডটকমকে বলেন, ‘জনস্বাস্থ্যের ত্রাণ নিয়ে এখানকার বন্যাদুর্গত কিছু এলাকায় ত্রাণ বিতরণের পর আমরা বলিয়া দহের দিকে যাচ্ছিলাম। কিন্তু নৌকাটি বলিয়াদহ ব্রিজে পৌঁছার আগেই একটি ঘূর্ণীস্রোতে পড়ে তলিয়ে যায়। এ সময় আমাদের কর্মীদের কেউ কেউ সাঁতরে তীরে চলে যায় এবং স্থানীয়রা নৌকা নিয়ে এসে আমাদের উদ্ধার করে।’
চেয়ারম্যান ইফতেখার আলম পরিবর্তন ডটকমকে বলেন, ‘আমি যমুনা পাড়ের ছেলে। এসব পরিস্থিতির মধ্যেই আমরা বেড়ে উঠেছি। নৌকা তলিয়ে যাওয়ার আগেই আমি সাঁতার কেটে পাড়ের দিকে চলে আসি। তবে নৌকাটি যদি বলিয়দহ ব্রিজের কাছে তলিয়ে যেতো তাহলে আমরা কেউ প্রাণে বাঁচতাম না। কারণ ব্রিজের ওখানে এখন প্রচণ্ড স্রোত।’
দৈনিক দেশজনতা /এমএইচ