১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৫

যুক্তরাষ্ট্রে স্কুল শিক্ষক বহিষ্কৃত

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক স্কুলে ৮ বছর বয়সী ছাত্রীর মাথা থেকে হিজাব টেনে খুলে নেয়ার অভিযোগে এক স্কুল শিক্ষককে বহিষ্কৃত করা হয়েছে। ব্রনক্স এলাকায় বেনিংটন স্কুলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওগেনেটিগা এদাহ (৩১) পুলিশকে জানান যে, মেয়েটি ক্লাসে খারাপ আচরণ করছিল এবং অনুমতি ছাড়াই শিক্ষকের চেয়ারে বসে ছিল। তাই তাকে চেয়ার থেকে উঠানোর জন্য বাহুতে চাপ দেয় । যখন সে উঠতে চাচ্ছিল না, তার হিজাব টেনে নেয়ার হুমকি দিয়েছিল শুধু।

তবে পুলিশের ভাষ্যমতে, তিনি এমনভাবে ছাত্রীটির মাথার স্কার্ফ টান মারেন যে, সে তখন ডান চোখে আঘাতপ্রাপ্ত হয়। তবে স্থানীয় জ্যাক হাসপাতালের ডাক্তাররা ছাত্রীটির চোখের কর্ণিয়া ক্ষতিগ্রস্থ হয়নি বলে নিশ্চিত করেন।

শিক্ষা  বিভাগের মুখপাত্র মাইকেল আচিমান বলেন, “এই ধরণের আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য। এই শিক্ষককে তাৎক্ষণিক স্কুল থেকে চাকরিচ্যুত করা হয়েছে।”

উল্লেখ্য যে, সম্প্রতি আমেরিকায় হিজাব পরিহিত নারীদের উপর আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। অপ্রীতিকর ঘটনা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও।

এন/এইচ=দেশ জনতা

প্রকাশ :মে ১১, ২০১৭ ১২:০৮ অপরাহ্ণ