১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৫

আয়ারল্যান্ড উলভসকে ১৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসকে ১৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট মাঠে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৭ উইকেটে ৩৯৪ রানের পাহাড় গড়ে টাইগাররা। জবাবে ৪১.২ ওভারে ১৯৫ রানে অলআউট হয় উলভস।

টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য সরকারকে নিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন তামিম ইকবাল। কিন্তু উপযুক্ত সঙ্গ পাননি তিনি। দলীয় ৪৪ রানে ক্রেইগ ইয়ংয়ের বলে টাইরন কেনের হাতে ক্যাচ দেন সৌম্য (১৭)।

এরপর তামিমের সঙ্গে ক্রিজে খুঁটি হয়ে যান সাব্বির। দুজনে শতাধিক রানের জুটি গড়েন। তবে, ৭৫ বলে ৮৭ রানে অ্যান্ডি ম্যাকব্রিনের বলে ইয়ংয়ের হাতে ধরা পড়ে আউট হন তামিম। ১৪ চার ও ২ ছয়ে সাজানো তার ইনিংস। সাব্বিরের সঙ্গে ১০৩ রানের জুটি গড়েন তিনি।

৪৯ বলে ৭ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি করা সাব্বির সেঞ্চুরি করেন ৮২ বলে। ১৬ চার ও ১ ছয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান সাব্বির। আরো চার বল খেলে কোনো রান যোগ না করে রিটায়ার্ড আউট হন তিনি। মোসাদ্দেক হোসেনের সঙ্গে সাব্বির অর্ধশতাধিক রানের জুটি গড়েন ৩৮ বলে। ২৭ বলে ৩১ রান করেন মোসাদ্দেক। সাকিব আল হাসানও করেছেন ঝোড়ো ব্যাটিং, ২৭ বলে করেন ৪৪ রান।

শেষদিকে ঝড় তোলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। মাত্র ৪৮ বলে ৯১ রানের জুটি গড়ে টেস্ট অধিনায়ক আউট হন। ৪৮ ওভারে দলের ৩৭৬ রানে মুশফিক ষষ্ঠ ব্যাটসম্যান হয়ে সাজঘরে ফেরেন। ২৪ বলে ৪১ রান করে ৪৭তম ওভারে তার ইনিংস শেষ হয়। মাহমুদউল্লাহ ৩১ বলে ৮ চার ও ১ ছয়ে ৪৯ রানে আউট হন। মাশরাফি মুর্তজা ৮ রানে অপরাজিত ছিলেন।

শেন গেটক্যাটে ৭ ওভারে ৬০ রানে ৩ উইকেট নিয়েছেন। অ্যান্ডি ম্যাকব্রিনের দখলে ২টি। আর ৬ ওভারে জোসুয়া লিট্টলে ৫৮ রান খরচ করে কোন উইকেট পাননি।

৩৯৫ রানের বিশাল লক্ষ্যে নেমে শুরুটা ধীরগতির ছিল আইরিশদের। ১০ ওভারে ৫১ রান করার পর রুবেলের টানা ওভারে ২ উইকেট হারায় তারা। ওপেনার জ্যাক টেকটরের (৬০) ফিফটিতে ৪০ ওভার শেষে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে গেছে উলভস। কিন্তু সাকিব ও মুস্তাফিজ তাদের এক ওভারে ২টি করে উইকেট নিয়ে তাদের প্রতিরোধ ভেঙে দেন।

১৭৭ রানে ষষ্ঠ উইকেট হারানো উলভস তাদের শেষ চার উইকেট হারায় ২ রানের ব্যবধানে। ১৯৩ থেকে ১৯৫ রানের মধ্যে সাকিব-মুস্তাফিজ জোড়া আঘাত হেনে বাংলাদেশের বিশাল জয় নিশ্চিত করেন।

মুস্তাফিজ, মাশরাফি, রুবেল ও সাকিব নেন দুটি করে উইকেট। ১২ মে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ১৭ মে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এর একদিন পর অর্থাৎ ১৯ মে আবারো বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

২১ মে নিজেদের শেষ ম্যাচে আতিথেয়তা দেবে নিউজিল্যান্ড। এরপর ২৪ মে তিন জাতি টুর্নামেন্টের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে মাশরাফি বাহিনী। ত্রি-দেশীয় সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ডাবলিনে। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪ মিনিটে খেলা শুরু হবে।

এন/এইচ=দেশ জনতা

 

প্রকাশ :মে ১১, ২০১৭ ১১:৫১ পূর্বাহ্ণ