২১শে জানুয়ারি, ২০২৬ ইং | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:০০

তুরস্কে রেস্তোরায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের বুরকিনা ফাসো শহরের আজিজ ইস্তাম্বুল রেস্তোরায় হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে এখন পর্যন্ত ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করো হচ্ছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হঠাৎ করে রেস্তোরার মধ্যে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বন্দুকধারীরা। এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, বাড়িটির দু’টি তলাতেই হামলা চালানো হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। তাদের খোঁজে তল্লাশি চলছে। এ ঘটনার পেছনে আইএসের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ২:৪৪ অপরাহ্ণ