১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

এ রায়ের পর আ.লীগের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর আওয়ামী লীগের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার ঠাকুরগাঁওয়ে বন্যা কবলিত কয়েকটি আশ্রয় কেন্দ্রে অসহায় মানুষের মাঝে চাল, ডাল ও শুকনো খাবার বিতরণ ও বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ষোড়শ সংশোধনী রায় নিয়ে সরকার বাংলাদেশে নাটক সৃষ্টি করেছে। এই রায়ের মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের যে বৈধতা নেই সরকারে টিকে থাকার, নৈতিক যে অধিকার নেই এই রায়ে সেটি প্রতিষ্ঠিত হয়েছে। এই রায়ে যে বিষয়গুলো এসেছে তা ধ্রুব তারার মত সত্য।
তিনি বলেন, ষোড়শ সংশোধনী রায়ে অতি সত্য কথা বেরিয়ে এসেছে, সেই সত্য কথা না বলার জন্য আওয়ামী লীগ সংবিধানে আইনও তৈরি করেছে। তাদের যে একদলীয় মানসিকতা তৈরির জন্য নানা কাজ করছে। আওয়ামী লীগের অতীত ইতিহাস আদালতের রায় তাদের মত না হলে, সেটি তারা মানতে রাজি না।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ২:৩৫ অপরাহ্ণ