১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

ইরানের বিষয়ে ইরাকের সাহায্য চায় সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইরাকের সাহায্য চাইছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব দু’দেশের সম্পর্ক স্বাভাবিক করতে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সহযোগিতা কামনা করছে। এই ব্যাপারে সৌদি যুবরাজ সালমান ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন। প্রতিবেদনে বলা হয়, শিয়া নেতার ফাঁসি ও মক্কায় হাজিদের মৃত্যুকে কেন্দ্র করে সৌদি আরবের সঙ্গে ইরানের তিক্ততার সম্পর্ক তৈরি হয়। তবে সৌদি আরব এমন বিরূপ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে। আবাদির নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল-আরাজিকে উদ্ধৃত করে ইরাকের স্যাটেলাইট টেলিভিশন আলঘাদের জানায়, ইরানের সঙ্গে মধ্যস্থতায় হায়দার আল-আবাদির প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আলঘাদিরকে আরাজি বলেন, ‘সৌদি আরব সফরকালে ইরানকে জানানো হয়েছে তাদের ইচ্ছের কথা। ইরানের পক্ষ থেকেও বিষয়টি দেখা হচ্ছে ইতিবাচকভাবে।

সৌদি আরব আইএসের বিরুদ্ধে জয়ের পর এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার দিকে নজর দিয়েছে। এরই অংশ হিসেবে সালমান সরকার ইরাকের সঙ্গে বিভেদ ঘোচাতে চায়। এরফলে এই অঞ্চলে সামগ্রিকভাবে ইতিবাচক পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে।’ গত শনিবার তেহরান সফর করেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাজি বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করতে। এর আগে তিনি গত জুলাইয়ে সৌদি আরব সফর করেন। এদিকে রোববার তার ওয়েবসাইটে জানিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা-আল সদর সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। এর আগে গতমাসে মুকতাদা আল সদর সৌদি আরব সফর করেন। সেসময় তিনি মোহাম্মদ বিন সালমান ও অন্য শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ১:১৫ অপরাহ্ণ