২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:০৪

বুর্কিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক:

বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগাডুগুতে সন্ত্রাসী হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার দেশটির সরকার জানায়, শহরের কেন্দ্রস্থলে সন্ত্রাসীরা এই হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, তিন বন্দুকধারী শহরের একটি হোটেল ও রেস্টুরেন্টের বাইরে বসে থাকা ক্রেতাদের ওপর এলোপাথাড়ি গুলি চালায়। রোববার স্থানীয় সময় রাত নয়টার দিকে শহরের ব্যস্ত এলাকা কাওয়াম নাকুমার এভিনিউ এলাকায় দুটি পৃথক স্থানেএ হামলার ঘটনা ঘটে। এর মধ্যে একটি হোটেল ব্রাভিয়া এবং অপরটি আজিজ ইস্তানবুল রেস্টুরেন্ট। কর্তৃপক্ষ হামলার হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তাদের জাতীয়তা সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একজন তুরস্কের নাগরিক রয়েছেন। গত বছরের জানুয়ারিতে একটি ক্যাফের সামনে একই ধরনের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়। জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা এ হামলার দায় স্বীকার করে। ধারণা করা হচ্ছে এই হামলার পেছনেও আল-কায়েদা জড়িত থাকতে পারে। দেশটির সাহেল অঞ্চলে সক্রিয় আল-কায়েদা ২০১২ সাল থেকেই।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ১১:৪৯ পূর্বাহ্ণ