আন্তর্জাতিক ডেস্ক:
নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত একজন কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুরে নিজ বাসার বেসমেন্ট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ সময় পরিবারের সদস্যরা বাসায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত ওই পুলিশ কর্মকর্তা হলেন- হেমায়েত হোসেন সরকার (৩২)। তিনি স্ত্রী ও চার বছরের একপুত্রসহ নিউইয়র্কের কুইন্স ভিলেজে বসবাস করতেন। কয়েক মাস আগে তিনি এই বাড়িটি কিনেছিলেন। ২০০৫ সালে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে এনওয়াইপিডির অফিসার পদে তিনি যোগদান করেন।
হেমায়েতের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাদ দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ অফিসার হেমায়েত হোসেন মাথায় নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
হেমায়েত হোসেনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। ২০০২ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। রুকলিনের হাউজিং-২ শাখায় তিনি কর্মরত ছিলেন। হেমায়েত হোসেনের মৃত্যুর পর পুলিশ তার বাসাটি ঘিরে রেখেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে কুইন্স হাসপাতালে নিয়ে যায়।
দৈনিক দেশজনতা /এমএইচ