১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

সোম ও মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

চলতি সপ্তাহে ডিএসই ও সিএসইতে লেনদেন হবে তিন কার্যদিবস। জন্মষ্ঠমী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টানা দুই দিন সরকারি ছুটি থাকায় উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। দুই দিন সরকারি ছুটি থাকায় উভয় বাজারে লেনদেন হবে তিন কার্যদিবস। স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১৪ আগস্ট জন্মষ্ঠমী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। এরই অংশ হিসেব দেশের উভয় স্টক এক্সচেঞ্জেও বন্ধ থাকবে। প্রসঙ্গত, আগামী ১৬ আগস্ট থেকে উভয় শেয়ারবাজারে লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৭ ১:০২ অপরাহ্ণ