আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শার্লোটসভিল শহরে ডানপন্থী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী আর বর্ণবাদ বিরোধীদের মধ্যে সংঘাতে পুলিশসহ ৩ জন নিহত হয়েছেন। বিবিসি, সিএনএন’র খবর এ জানা যায় শনিবারের এই দাঙ্গায় আহত হয়েছেন আরও ৩৫ জন। । শেতাঙ্গদের সমাবেশের ওপর চলন্ত গাড়ি তুলে দিলে একজন নিহত হন। আর টহলের সময় পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে ২ পুলিশ সদস্য নিহত হন। কর্তৃপক্ষ সংঘর্ষের ঘটনায় শনিবার সকাল থেকে শার্লোটসভিলে জরুরি অবস্থা জারি করেছে।
এদিকে, পুলিশ হেলিকপ্টার বিধ্বস্তে নিহত সদস্যদের নাম প্রকাশ করেছে। এদের একজন কুইন্টনের বেরক এম এম বাটস এবং অপরজন হেলিকপ্টার চালক এইচ জে কুলেন। পুলিশ শহরের সংঘর্ষময় পরিস্থিতি এড়াতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। অনেককে গ্রেপ্তারও করা হয়েছে । স্থানীয় সময় শনিবার সকালে চরম ডানপন্থী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা কনফেডারেম পতাকা, বর্ম আর হেলমেট পড়ে একটি মিছিল বের করে। গৃহযুদ্ধের সময়কার জেনারেল রবার্ট ই লি’র একটি ভাস্কর্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডানপন্থীরা ওই মিছিলের আয়োজন করে। ১৮৬১/৬৫ সালের গৃহযুদ্ধে জেনারেল লি দাসত্ব প্রথার পক্ষে লড়াইকারী কনফেডারেট বাহিনী পরিচালনা করেন। বর্ণবাদ বিরোধী সংগঠনগুলোও এ সময় আলাদা মিছিল বের করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। শহরে অনেক রাস্তায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এর আগে শুক্রবার রাতেও শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা মশাল মিছিল বের করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সহিংসতার নিন্দা জানিয়ে এক টুইটার বার্তায় বলেছেন, ‘আমাদের সবার ঐক্যবদ্ধভাবে সব ধরনের বিদ্বেষের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যুক্তরাষ্ট্রে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই।’ উদারপন্থী শহর হিসেবেই যুক্তরাষ্ট্রের শার্লোটসভিল পরিচিত। গত প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন এই শহরের ৮৬ ভাগ ভোট পেয়েছিলেন।
দৈনিকদেশজনতা/ আই সি