১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ যুবলীগ সভাপতি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রকাশ ওরফে গরু জাহাঙ্গীরকে ‌র‌্যাব গ্রেপ্তার করেছে। তাকে রোববার ভোরে পেকুয়ায় জাহাঙ্গীরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের র‍্যাব ক্যাম্পের কমান্ডার মেজর রুহুর আমিন জানিয়েছেন, গোপন সংবাদে বাড়িতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম প্রকাশ ওরফে গরু জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ির আলমারির ভেতর থেকে দুটি দেশীয় কাটা বন্দুক, একটি লম্বা বন্দুক, ১০ রাউন্ড গুলি, একটি ইয়াবার প্যাকেট ও ১৭ লাখ নগদ টাকা জব্দ করা হয়েছে। র‍্যাবের এই কর্মকর্তা জানান জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে কক্সবাজারে নিয়ে আসা হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

 

 

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৭ ১১:০৩ পূর্বাহ্ণ