১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

জাপানে প্যাট্রয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক:

জাপান শনিবার প্যাট্রয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে। উত্তর কোরিয়া সম্প্রতি জাপানের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের গুয়ামে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয়ায় জাপান এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের উদ্যোগ নিয়েছে। সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বাগযুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনাও বেড়ে গেছে।

সরকারি সম্প্রচারকেন্দ্র এনএইচকে জানায়, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির পশ্চিমাঞ্চলে শাইম্যান, হিরোশিমা ও কোচিতে প্যাট্রয়েট এডভ্যান্সড ক্যাপাবিলিটি-৩ (প্যাক-৩) ক্ষেপণাস্ত্র পদ্ধতি মোতায়েন করছে। কারণ উত্তর কোরিয়ার হুঁশিয়ারি অনুযায়ী, তারা এ পথ দিয়েই গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে।

এনএইচকে আরো জানায়, জাপান এছাড়াও পাশ্ববর্তী ইহিমে ক্ষেপনাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করছে।

জাপান সরকারের প্রধান মুখপাত্র ইয়োশিহিদা সুগা চলতি সপ্তাহে বলেন, জাপান সরকার উত্তর কোরিয়ার কোনো প্রকার হুমকি বরদাশত করবে না। দেশটির সামরিক বাহিনী হুমকি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ৭:৫৬ অপরাহ্ণ