২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:০৯

সংবাদপত্রের ভূমিকা’ শীর্ষক সেমিনার ইবিতে

নিজস্ব প্রতিবেদক: ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ‘বাংলায় ইসলামী দা’ওয়াহ প্রসারে সংবাদপত্রের ভূমিকা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় থিওলজি অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের সভাপতিত্বে ও প্রফেসর ড. মুহাঃ কামরুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ আফাজ উদ্দীন। বিশেষ অতিথি ও তত্ত¡াবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ। সেমিনারে প্রবন্ধ গবেষণা করেন মোহাম্মদ হাবিবুল্লাহ।

এ সময় প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলী ও প্রফেসর ড. মুহাঃ আব্দুর রহমান আনওয়ারী গবেষণা প্রবন্ধের উপর আলোচনা পেশ করেন।

এছাড়াও সেমিনারে প্রফেসর ড.আ.ছ.ম. তরীকুল ইসলাম, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আকতার হোসেন ও প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ৫:৪২ অপরাহ্ণ