নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁও-পঞ্চগড় লাইনে চলাচলকারী শাটল ট্রেন বন্যার কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। রেল লাইন থেকে বন্যার পানি অপসারিত হলে ও লাইন সংস্কার শেষে এই রুটে পুনরায় ট্রেন চালানোর ব্যবস্থা করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় পর্যন্ত রেল লাইনের উপর বন্যার পানি প্রবাহিত হওয়ায়, একাধিক জায়গায় রেল লাইন এক থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে যাওয়া এবং কিছু গর্ত হওয়ার কারণে এ লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
দৈনিকদেশজনতা/এন এইচ