১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসেন আলী (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৬টার দিকে লালবাগের একটি বিস্কুট কারখানায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেন আলীর ভগ্নিপতি শাহজাহান  জানান, হোসেন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ফুলগাও গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি লালবাগের মদিনা বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন এবং পাশের ফ্যাক্টরির স্টাফ কোয়ার্টারে থাকতেন। শুক্রবার রাতে হোসেনের ডিউটি ছিল। ভোরে মেশিনটি বিদ্যুতায়িত হলে হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোঘণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

 

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ১২:১৫ অপরাহ্ণ