স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরটা কি রোমাঞ্চকরভাবেই না শুরু হলো। প্রথম ম্যাচেই সাতবার বল জালে ঢুকল। তাতে আর্সেন ওয়েঙ্গারের দলের শেষ হাসি । ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন লিস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়েছে আর্সেনাল।
ডেরায় নতুন যোগ দেওয়া তারকা আলেকসান্দ্রে লাকাজে শুরুতেই গানারদের লিড এনে দেন । দ্বিতীয় মিনিটেই হেডে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। লিস্টার পিছিয়ে পড়েই যেন আরও উদ্যম ফিরে পায়। বুঝিয়ে দিতে দেরি করেনি ২০১৫-১৬ মৌসুমে শিরোপা কেন তারা জিতেছিল। মিনিট দুয়েকের মধ্যেই সমতা। সেই মাথার খেল এবারও। জাপানি ফরোয়ার্ড শিনজি ওকাজাকি হেডে বল জালে পাঠান। স্কোরলাইন ১-১ সমতা। লিস্টার এগিয়ে যায় আক্রমণ প্রতি আক্রমণের ধারায় ২৮ মিনিটে । ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডি গোল করেন।
লিস্টার ভেবেছিল এগিয়ে থেকে প্রথমার্ধ্ব শেষ করবে। ড্যানি ওয়েলব্যাক তা হতে দেননি। ৪৫ মিনিটের সময় ঢুকান ওয়েলব্যাক বল জালে ডিফেন্ডার সিয়াফ কোলাশিনাচের পাস থেকে। লিস্টার বিরতির মিনিট দশেক পর আবার এগিয়ে যায়। জেমি ভার্ডি এবারও গোল করে। তিনি রিয়াদ মাহারেজের কর্নার থেকে দারুণ হেডে গানারদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেন।
৮৩ মিনিট পর্যন্ত লিস্টার এই লিড ধরে রাখে। তখন মনে হচ্ছিল ওয়েঙ্গার শিষ্যদের হার দিয়েই বোধহয় লিগ শুরু করতে হচ্ছে। কিন্তু এরপরই অপেক্ষা করছিল আসল রোমাঞ্চ। আর্সেনাল এর হার তো নয়ই দুই মিনিটের মধ্যে দুই গোল করে উলটো জিতে যায়। এমন জয় পাইয়ে দেওয়ার নায়ক অ্যারন রামসি ও অলিভার জিরুড। রামসি ৮৩ মিনিটে গ্রানিথ জাকার কাছ থেকে বল জালে পাঠান। অলিভার জিরুড তিন মিনিট পর আরেক কর্নার থেকে অসম্ভব ক্ষিপ্র হেডে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন ।
দৈনিকদেশজনতা/ আই সি