২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১৩
Kulsoom Nawaz, wife of deposed prime minister Nawaz Sharif leaves her Islamabad residence prior to departing the country December 10, 2000. Sharif and his family were exiled to Saudi Arabia by the military rulers, 14 months after he was overthrown. MK/PB - RTR15L2D

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন কুলসুম

 

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী ১৭ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূন্য আসনে। এই নির্বাচনে প্রার্থী হচ্ছেন নওয়াজ শরীফের স্ত্রী বেগম কুলসুম নওয়াজ। তিনি শুক্রবার উপনির্বাচনের মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্য দিয়ে বেগম কুলসুম দীর্ঘদিন পর আবার রাজনীতিতে ফিরছেন। ধারণা করা হচ্ছে, নওয়াজ শরীফ উপনির্বাচনে বিজয়ী করার পর স্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে দলীয় মনোনয়ন দিবেন। সেটি হলে আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বেগম কুলসুম নওয়াজ। খবর ডন অনলাইন ও বিবিসির।

গত ২৮ জুলাই সুপ্রিমকোর্টের রায়ে নওয়াজ শরীফ অযোগ্য ঘোষিত হলে ন্যাশনাল অ্যাসেম্বলির শূন্য হয় ১২০ নম্বর আসনটি। এরপর গুঞ্জন শুরু হয় নওয়াজ তার আসনে (লাহোর-৩) উপনির্বাচনে কাকে মনোনয়ন দিচ্ছেন তা নিয়ে। শেষ পর্যন্ত পিএমএল-এন কুলসুম নওয়াজকে উপনির্বাচনের প্রার্থী মনোনীত করে। এ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ করেছেন অন্তত ৩৫ জন প্রার্থী। এদের মধ্যে আসিফ কিরমানি, ক্যাপ্টেন সফদার এবং সাবেক ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির (পিটিআই) মনোনীত প্রার্থী ডা. ইয়াসমিন রশিদও রয়েছেন। জানা গেছে, বেগম কুলসুম নওয়াজ ইতোমধ্যে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। শনিবার তিনি এটি জমা দিবেন। এর আগে ১৯৯৯ সালে পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় স্ত্রী কুলসুম নওয়াজ দলের নেতৃত্ব দিয়েছিলেন কারাবন্দি নওয়াজের অনুপস্থিতিতে।

তিনি ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত  পিএমএল-এনের প্রেসিডেন্ট ছিলেন। তবে দেশটির কোনো নির্বাচনেই এখন পর্যন্ত অংশ নেননি নওয়াজের মেয়ে মরিয়ম এবং স্ত্রী কুলসুম । এর আগে নওয়াজ তার ছোট ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করবেন বলে দলের এক বৈঠকে সিদ্ধান্ত হয়। কিন্তু তিনি জাতীয় পরিষদের সদস্য না হওয়ায় ঝামেলা দেখা দেয়। পরে তাকে নওয়াজের আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দলের জ্যেষ্ঠ নেতারা এতে ঝুঁকির কথা জানালে শাহবাজ শরীফের নাম প্রত্যাহার করে নেওয়া হয়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বেগম কুলসুম নওয়াজ প্রার্থী হলেন ।

দৈনিকদেশজনতা/ আই সি 

 

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ১১:১৮ পূর্বাহ্ণ