নিজস্ব প্রতিবেদক:
আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি অর্থমন্ত্রী তার আপত্তিকর বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা না চান এবং তার বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে অবস্থান কর্মসূচি পালন করবেন সাংবাদিকরা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার দুপুরে এক সমাবেশ এ আল্টিমেটাম দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ। নবম ওয়েজ বোর্ড ঘোষণা ও এর বিরুদ্ধে দেওয়া অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবিতে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে শাবান মাহমুদ বলেন, ডিইউজে সিদ্ধান্ত নিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি অর্থমন্ত্রী তার আপত্তিকর বক্তব্য প্রদানের জন্য নিঃশর্তভাবে ক্ষমা না চান এবং তার বক্তব্য প্রত্যাহার না করেন, আগামী ১৫ আগস্টের মধ্যে যদি নবম ওয়েজ বোর্ড ঘোষণা না করা হয় তাহলে ১৬ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবেন। প্রথম এক ঘণ্টা আলোচনা ও পরের ঘণ্টা সড়ক অবরোধ করা হবে। আমরা অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারে তাকে বাধ্য করব।
একই সমাবেশে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।
তিনি বলেন, আপনি (অর্থমন্ত্রী) সাংবাদিকদের রাবিশ বলে অপমান করেছেন। আপনার এ দাবি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আপনি যদি আপনার বক্তব্য ১৭ আগস্ট এর মধ্যে প্রত্যাহার না করেন তাহলে আমরাও আপনাকে রাবিশ বলতে বাধ্য হব। আপনি নোয়াব নেতাদের শিখিয়ে দেওয়া কথা বলেছেন। নবম ওয়েজ বোর্ডের দাবি যদি না মানা হয় তাহলে আমরা আদায় করে নেব।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বাদশা বলেন, ‘আপনি সাংবাদিকদের ভালোবাসেন। আপনার প্রতি অনুরোধ অর্থমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে আদেশ দিন, তারা যেন দ্রুত নবম ওয়েজ বোর্ড ঘোষণা করেন।’
‘সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ, আমাদের এ কর্মসূচি আপনাদের স্বার্থে, মর্যাদা রক্ষার জন্য, আপনাদের অপমান করেছে তার বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য। তাই আপনারা আমাদের যেকোনো কর্মসূচিতে অংশ নিয়ে তা সফল করবেন,’আহ্বান জানান ওমর ফারুক।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন—ডিআরইউ’র সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী, বিএফইউজের যুগ্ম সম্পাদক অমিয় ঘটক পুলক, ডিইউজের সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদসহ বিভিন্ন মিডিয়া হাউসে কর্মরত সাংবাদিকরা।
দৈনিক দেশজনতা/এন আর