বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:
প্রচুর টাকা খরচ করে দামি ফোন কিনেছেন ৷ ভেবেছিলেন যেখানে, সেখানে ফোনে ইন্টারনেট ব্যবহার করে, দেশের যেকোনও জায়গা থেকে ফোনে কথা বলে সবাইকে চমকে দেবেন ৷ কিন্তু ফলাফল হল উল্টো ৷ মাঝে মাঝেই দেখছেন, আপনার ফোনে নেটওয়ার্ক থাকছে না ৷ কথা বলতে বলতে হঠাৎই নেটওয়ার্ক চলে যাচ্ছে। সেই সনহে ইন্টারনেটও চলছে না ৷ সঙ্গে সঙ্গে পুরো দোষটা গিয়ে পৌঁছয় নেটওয়ার্ক কোম্পানির ওপর ৷
কিন্তু সব সময় নেটওয়ার্ক কোম্পানির জন্যই নেটওয়ার্ক চলে যায় না ৷ অনেক সময়ই আপনার ফোনের কারণেও তা চলে যেতে পারে ৷ তা যতই দামি ফোন হোক না কেন ৷ তবে এমন কিছু কায়দা রয়েছে, যা মেনে চললে নেটওয়ার্ক থাকবে সব সময়।
জেনে নিন, সেই সম্পর্কে-
১। প্রথমেই গুগল স্টোর থেকে ডাউনলোড করে ফেলুন নেটওয়ার্ক বুস্ট অ্যাপ ৷
২। যে অ্যাপগুলো ডাউনলোড তো করে ফেলেছেন ৷ কিন্তু কোনও দিনই কাজে লাগছে না ৷ সেগুলো চটজলদি ডিলিট করে ফেলুন ৷
৩। যতটা পারবেন ফোন মেমোরি হালকা করুন ৷
৪। মাঝে মধ্যেই ক্লিন করুন হিস্ট্রি ৷
৫। নজরে রাখুন আপনার অজান্তে কোনও অ্যাপ নিজে থেকে চলছে কি না।
৬। ডাউনলোড করার সময় নজর রাখুন অন্য কোনও অ্যাপ যেন কাজ না করে ৷
৭। নেটওয়ার্ক চলে গেলে ফোন সুইচঅফ করে ফের অন করুন ৷
৮। অনেক সময় ফোনে চার্জ না থাকলেও, নেটওয়ার্ক সমস্যা করে ৷
৯। নেটওয়ার্ক চলে গেলে কাচের গ্লাসের মধ্যে ফোনটা রেখে দিন ৷ দেখবেন নেটওয়ার্ক চলে আসবে ৷
দৈনিকদেশজনতা/এন এইচ