নিজস্ব প্রতিবেদক:
রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী ৩৮তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন। এই বিসিএসের জন্য ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন পেয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। যা পিএসসির অধীন যে কোন পরীক্ষায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর আবেদন।
গত ১০ জুলাই থেকে শুরু হয় আবেদন গ্রহনের শেষদিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। মূলত পিএসসির প্রতি সম্প্রতি পরীক্ষার্থীদের আস্থা ও আগ্রহরে কারণে এবার রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানিয়েছেন, এবার রেকর্ড সংখ্যক ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী ৩৮তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন। এ পর্যন্ত ফি জমা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৭৩৫ জন। ফি জমা দেয়ার শেষ তারিখ ১৩ আগস্ট।
তিনি বলেন, সরকারি চাকরির প্রতি মানুষের আস্থা ও আগ্রহ বাড়ছে। তাই এবার এত আবেদন পড়েছে। এর আগে কোনো বিসিএসে এত বেশি আবেদন জমা পড়েনি। এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। এর আগে এটিই ছিল বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থীর আবেদন। তার আগে ৩৬তম বিসিএসে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।
দৈনিক দেশজনতা /এন আর