১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৭

আল আকসায় ইসরাইলি আক্রমণের পুনরাবৃত্তিতে আরব লীগের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক:

আরব লীগ জেরুজালেমকে ইহুদীকরণ করার চেষ্ঠা হিসেবে ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদ কম্পাউন্ডে হামলার পুনরাবৃত্তির ঘটনায় নিন্দা জানিয়েছে। সোমবার জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে এই নিন্দা জানানো হয়।

এক বিবৃতিতে আরব লীগের প্যালেস্টাইন ও দখলকৃত আরব অঞ্চল বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল সাইদ আবু আলী বলেন, ‘অধিকৃত জেরুজালেমে নজিরবিহীন ঘটনায় ফিলিস্তিনি ও মুসলমানদের অধিকারকে চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। এ ঘটনা একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গীকার এবং রেজল্যুশনেরও লঙ্ঘন।’ এতে আরো বলা হয়, ‘ইসরাইল আল আকসা মসজিদের স্থানিক এবং সাময়িক বিভাজনের চেষ্টা চালাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে জেরুজালেমকে ইহুদীকরণ করার পরিকল্পনা করছে।’ ইসরাইলের সঙ্গে সর্বশেষ সহিংস সংঘাতের ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা বন্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি সম্পর্কে আলি বলেন, ফিলিস্তিনিরা এই ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি জানান, ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য আরব লীগের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে জেরুজালেমের ফিলিস্তিনিদের জন্য আর্থিক সহায়তা দ্বিগুন করা।

সোমবার সকালে প্রায় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারী আল আকসা মসজিদের মাজহারবা গেটে হামলা চালায়। সাম্প্রতিক সময়ে ইসরাইলি বসতি স্থাপনকারীরা এ ধরনের বহু হামলা চালিয়ে আসছেন। অধিকৃত জেরুজালেম ও পশ্চিমতীরে সাম্প্রতিক ইসরাইলি-ফিলিস্তিনি সংঘর্ষে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সংর্ঘের সূত্রপাত হয় গত ১৪ জুলাই ইসরাইলে পবিত্র মসজিদের প্রবেশপথের নিরাপত্তার অজুহাতে মেটাল ডিটেক্টর বসালে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ৪:২৪ অপরাহ্ণ