১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৯

মেহেরপুর নদীতে ডুবে যাওয়া শিশুর লাশ চুয়াডাঙ্গায়

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কান্তিপুর ব্রীজের কাছে মাথাভাঙ্গা নদী থেকে মেহেরপুরে ডুবে যাওয়া শিশু তৌফিক (৭) এর লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তৌফিক মেহেরপুর গাংনী উপজেলার আমতলি গ্রামের মখলেছ আলীর ছেলে। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুতফুল কবির জানান, গত বুধবার দুপুর ২ টার দিকে মেহেরপুর গাংনী উপজেলার আমতলী গ্রামের শিশু তৌফিক চাচাতো ভাইয়ের সাথে পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামে পানিতে ডুবে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি দল সহ এলাকার লোকজন অনেক খোজাখুজির পর সন্ধ্যা পর্যন্ত তার লাশ উদ্ধার করতে পারেনি। এরপর আজ সকালে এলাকাবাসী আলমডাঙ্গা কান্তিপুর ব্রীজের কাছে মাথাভাঙ্গা নদীতে লাশ ভাসতে দেখে আলমডাঙ্গা থানা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ৪:১৯ অপরাহ্ণ