স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানি অফ স্পিনার সাকলাইন মুশতাককে অফ স্পিনিং অলরাউন্ডার মঈন আলি ইংল্যান্ডের স্থায়ী কোচ হিসেবে চান। তিনি মনে করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ২৫ উইকেট নেয়ার পেছনে সাকলাইনের কাছ থেকে পাওয়া টোটকা কাজে লেগেছে।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকলাইনকে অস্থায়ীভাবে স্পিন কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিলো। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে কাজ করেছেন ইংলিশ স্পিনারদের নিয়ে। তাতে কাজ হয়েছে বেশ। সবচেয়ে লাভবান মঈন, তিনি উচ্ছ্বসিতও , ‘ তাকে সব ফরম্যাটেই পেলে ভালো হবে। দলে যদি ব্যাটিং, ফিল্ডিং আর পেস বোলিং কোচ থাকে তবে স্পিন বোলিং কোচও রাখা যায়।’ এমনকি মঈনের আশা সাকলাইনকে অ্যাশেজের আগেই স্থায়ী হিসেবে পাওয়ার। বলছেন, ‘অ্যাশেজের বিমানে উঠে আমি আমার পাশের সিটে সাকিকে আশা করব। আমি তার কাছ থেকে অনেক হেল্প পাব।’
মঈনের মিল আছে সাকলাইনের সঙ্গে। দুজনেই অফ স্পিনার তো বটেই। সাকলাইনের দেশ পাকিস্তানেরই বংশোদ্ভূত মঈন। দক্ষিণ আফ্রিকাকে ৩-১ ব্যবধানে হারাতে ব্যাটে বলে মঈনের দারুণ অবদান ছিলো। হাত ঘুরিয়ে পেয়েছেন ২৫ উইকেট। ব্যাট হাতে করেছেন ২৫২ রান। সিরিজ সেরা হয়েছেন।
দৈনিকদেশজনতা/ আই সি