১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১২

বেনাপোল সীমান্তে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোল বন্দর থানার গাতিপাড়া সীমান্ত থেকে ২টি পিস্তল ২০ রাউন্ড ও ৪ টি ম্যাগজিন উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোরে দৌলতপুর বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র গুলি ও ম্যাগজিন উদ্ধার করে। ২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাকারবারিরা ভারত থেকে অস্ত্র এনে সীমান্তের গাতিপাড়া গ্রামে মজুদ করছে। এ সময় দৌলতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে অস্ত্র কারবারিরা পালিয়ে যায়। ওই সময় ২টি পিস্তল ২০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম অস্ত্র গুলি ও ম্যাগজিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ৩:৫৬ অপরাহ্ণ