১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৫

সুনামগঞ্জের পাউবোর নির্বাহী প্রকৌশলী কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

হাওর রক্ষা বাঁধ দুর্নীতির মামলায় সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে দুদকের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল আমিন এ নির্দেশ দেন। দুপুর ১টায় কোর্ট পুলিশের হাজত খানা থেকে পুলিশ তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠায়।

উল্লেখ্য, গত ২রা জুলাই দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফারুক আহমদ বাদি হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় আফসার উদ্দিনসহ বরখাস্তকৃত ৩ প্রকৌশলী, পাউবোর ১০ জন সেকশন কর্মকর্তাসহ ৪৬ জন ঠিকাদারের বিরুদ্ধে সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করেন।

এ মামলায় ওই দিনই তদন্ত সংস্থা ঢাকা থেকে বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনসহ বাচ্চু নামের এক ঠিকাদারকে গ্রেফতার করে।

এদিকে ৩ আগস্ট সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বাদি হয়ে ৭৮ জন পিআইসির সভাপতি ও সম্পাদক এবং বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনসহ ৩ জন বরখাস্তকৃত প্রকৌশলী ও ১০ জন পাউবোর কর্মকর্তা এবং ৪৬ ঠিকাদারকে আসামি করে সুনামগঞ্জের স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, বর্তমান জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ও স্থানীয় ১২ জন সাংবাদিকসহ ২৯ জনকে সাক্ষী করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ৩:৩৫ অপরাহ্ণ