১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র থাকবে না: মঈন খান

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, সংবিধানের মূলকথা বিচার বিভাগ, সংসদ ও প্রশাসন। যে দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই সেই দেশে গণতন্ত্র টিকে থাকতে পারে না। তিনি বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত মিঞা মোহাম্মদ সেলিমের মৃত্যুতে স্মরন সভায় এ কথা বলেন। মঈন খান বলেন, বিচার বিভাগের দায়িত্ব বিচার বিভাগই পালন করবে। এ নিয়ে দ্বন্দ্ব করার কিছু নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে। জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি জাকির হোসেন খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক এ কে হান্নান, বিএনপির যুবদলের সহ সভাপতি ফজলুর রহমান মাহফুজ প্রমূখ।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ৩:৩৪ অপরাহ্ণ