২০শে জানুয়ারি, ২০২৬ ইং | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:০১

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭০

নিজস্ব প্রতিবেদক:

খুলনা বিভাগে বিশেষ অভিযানের চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর থানায় ৩০ জন, দামুড়হুদায় ১২ জন, জীবননগরে ১২ জন, আলমডাঙ্গায় ১৬ জনকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের মধ্যে বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামিসহ জেলার অনেক মাদক ব্যবসায়ী রয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দিন জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবেই অভিযান পরিচালনা করা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ২:৪০ অপরাহ্ণ