১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

হাতিরঝিলে বাসের ধাক্কায় প্রাইভেটকারচালক নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হাতিরঝিলে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো দু’জন। তাদের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত প্রাইভেটকারচালকের নাম আক্কাস আলী।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় হাতিরঝিল মাইটিভি ভবনের পাশের সড়কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বাস পেছন থেকে প্রাইভেটকারটিকে (ঢাকা মেট্রো গ-১৪-৫৯৬৩) ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বাইসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলে প্রাইভেটকারের চালকসহ তিনজন গুরুতর আহত হন।

ওসি আরো জানান, আহতদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গাড়িচালক আক্কাস আলীকে মৃত ঘোষণা করেন। বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ২:৩৭ অপরাহ্ণ